নরম ফুলকো লুচি রেসিপি

নরম ফুলকো লুচি বাংলার একটি উল্লেখযোগ্য খাবার। অতিথি আপ্যায়নে বা বিভিন্ন হালখাতা অনুষ্ঠানে নরম ফুলকো লুচি খুব জনপ্রিয় একটি খাবার। এটি আলুর দম বা যে কোন মিষ্টি আইটেম দিয়ে খাওয়া যায়। এমনকি লুচি খালি ও পুরির মত খাওয়া যায়। এটি সকালের নাস্তায় মাংস তরকারির সাথে খেতে খুবই মজাদার একটি খাবার। এটি আটা / ময়দার তৈরির তেলে ভাজা এক ধরনের রুটি। নরম ফুলকো লুচি তৈরি করতে তেমন বেশি সময় লাগে না। তাহলে চলুন জেনে নেই কিভাবে নরম ফুলকো লুচি তৈরি করা যায়।
নরম ফুলকো লুচি তৈরী করতে যা লাগবে:
নরম ফুলকো লুচি বানাবেন যেভাবে:

গরম হয়ে আসলে বেলে রাখা একটি রুটি নিয়ে ছেড়ে দিতে হবে। কিছুক্ষন পরে দেখবেন রুটি ফুলে গিয়েছে। এখন রুটি উল্টে দিতে হবে। যখন হালকা ব্রাউন কালার আসবে তখন একটি চাকনি নিয়ে তা টিস্যাুর উপর রেখে দিলে লুচির গায়ে থেকে বাড়তি তেল সরে যাবে। এখন এই লুচি গরম গরম গরুর মাংস অথবা আলুর দমের সাথে পরিবেশন করতে পারেন। তাহলে দেখলেন তো কত সহজে ঘরে বসে নরম ফুলকো লুচি তৈরি করা যায়।